
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
“কচাকাটা উপজেলা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় গাবতলা বাজার ফুটবল একাদশ বনাম কচাকাটা কলেজ মোড় বন্ধু পরিষদ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গাবতলা বাজার ফুটবল একাদশ প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। খেলার উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী বাচ্চু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল,প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য বন্ধু পরিষদকে সার্বিক সহযোগিতা করেন কেদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী।