
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটা স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ করো” ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা কোনোভাবেই মানবতাবান্ধব নয়। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একজোট হয়ে এ বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বক্তারা আরও বলেন, গাজায় চলমান গণহত্যা ও মুসলিম নিধনের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বিশ্বজুড়ে গড়ে ওঠা প্রতিবাদের অংশ হিসেবে কচাকাটার এই শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল মানবতা ও ন্যায়ের পক্ষে এক দৃঢ় উচ্চারণ।