মঙ্গলবার, ডিসেম্বর ২৩

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে তার মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। পরে জুলাই মঞ্চ, এনএসিপি ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হন।

রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মিছিলে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেন। পরিস্থিতির এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *