বুধবার, জানুয়ারি ২৮

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: গাজীপুরে তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের সেই মহান আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। স্বৈরাচারের পতনের পর এখন দেশ পুনর্গঠনের সময়। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তবেই শহীদদের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের শিল্প ও অর্থনীতির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, গাজীপুর কেবল একটি শিল্পনগরী নয়, এটি আমাদের পোশাক খাতের রাজধানী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তৈরি পোশাক শিল্প দেশে প্রবর্তনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন এবং বিদেশে শ্রমিক পাঠানোর দিগন্ত উন্মোচন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি আগামীতে ক্ষমতায় এলে নতুন নতুন কল-কারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি আয়ের পরিধি আরও বৃদ্ধি করা হবে।

জনসভায় আগত মানুষের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রবর্তন করবে। পাশাপাশি নারী শ্রমিকদের সন্তানদের দেখাশোনার জন্য আধুনিক ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হবে। গাজীপুরের দীর্ঘদিনের প্রধান সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট নিরসনে দ্রুততম সময়ে ওভার ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া জেলার দূষণকবলিত চিলাই, তুরাগ ও লবনদহ খাল খননের মাধ্যমে পরিবেশগত উন্নয়ন এবং শ্রমিকদের জন্য উন্নত আবাসন ও ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, উন্নয়নের এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে হবে। আগামী ১২ তারিখে ফজরের পর নয়, ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়াতে হবে। যাতে অন্য কেউ ভোট কেন্দ্র দখল করে নিতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *