সোমবার, জানুয়ারি ১২

এসএসসি’র খাতা মূল্যায়নে গাফিলতি: বরিশাল বোর্ডের ৪ শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||

উত্তরপত্র মূল্যায়নে অবহেলা এবং নম্বর প্রদানে ভুলের দায়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন রসায়ন বিষয়ের চারজন সহকারী শিক্ষককে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। ঝালকাঠি সদর উপজেলার উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রঞ্জন কুমার বিশ্বাস ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আমির হোসেন এবং বরগুনা সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিধান সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষকরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রসায়ন বিষয়ের (কোড: ১৭৩) উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করেন। কিন্তু উত্তরপত্র মূল্যায়ন ও গণনা শেষে শিটে প্রাপ্ত নম্বরের বৃত্ত ভরাট করার সময় তারা ভুল করেন। শিক্ষকদের এই চরম গাফিলতির কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়।

পরীক্ষক হিসেবে নিয়োজিত থেকে অর্পিত দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ক্ষতির কথা বিবেচনা করে বোর্ড কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী পাঁচ বছর (২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত) এই চার শিক্ষককে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *