
|| নিজস্ব প্রতিবেদক ||
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও এডভান্টেক লিমিটেড যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।
শনিবার (৭ ডিসেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মিজানুর রহমান।
ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রেস টেক লিমিটেডের চিফ ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার যোবায়ের আল বিল্লাল খান, এডভান্টেক বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সোহেল রানা। এতে স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিজানুর রহমান ছাত্র-ছাত্রীদেরকে উদ্ভাবনী চিন্তার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভাবনী প্রকল্পে সহায়তা দেওয়া হবে।
পিএলসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদেরকে মার্স রোভারের মতো প্রকল্পেও উদ্যোগী হওয়ার আহবান জানান।
জীবনের লক্ষ্য ঠিক করে গন্তব্যে পৌঁছতে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান এডভান্টেক বিডির চেয়ারম্যান ইমরুল কায়েস।
ইঞ্জিনিয়ার যোবায়ের ড্রোন দিয়ে কৃষি, ব্যবসা, ইত্যাদি ক্ষত্রে আমাদের দেশের অসংখ্য সমস্যা সমাধান করা সম্ভব উল্লেখ করে এজন্য ছাত্রছাত্রীদেরকে উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহবান জানান। দিনব্যাপী কর্মশালায় ইইই বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।