শনিবার, ডিসেম্বর ৬

এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানা মহিলা দলের উদ্যোগে খামারগ্রাম ডিগ্রী কলেজ চত্বরে এ সমাবেশ হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলীম।

এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মন্জু সিকদার, বেলকুচি বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, সানোয়ার হোসেন ব্যাপারি, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা হচ্ছে। দেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। শিক্ষাব্যবস্থার জন্য একটি সর্বজনীন কাঠামো তৈরি করা হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *