
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণীতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
