রবিবার, জানুয়ারি ২৫

ঈমানী শক্তি মানুষকে উচ্চ মর্যাদায় অভিষিক্ত করে

বান্দাকে আল্লাহ যত নেয়ামত দান করেছেন তার মধ্যে সর্বোত্তম দান হ’ল ঈমান। বান্দার উপর আল্লাহর রহমত ও বরকত অবতরণের মাধ্যম হচ্ছে ঈমান। ঈমানের মাধ্যমেই আল্লাহ বান্দার উপর দয়াপরবশ হয়েছেন।

মহান আল্লাহ বলেন, ‘তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে। তুমি বল, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে কর না। বরং আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাক’ (হুজুরাত ৪৯/১৭)।

ঈমান মানুষকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। ঈমান গ্রহণের পর কোন ব্যক্তি ঈমানদার সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায়।

আল্লাহ তায়ালা বলেন, তোমারই হচ্ছ সর্বোত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্যে। তোমরা ন্যায় ও ভালো কাজের আদেশ ও নির্দেশ কর এবং অন্যায় ও পাপ কাজ থেকে নিষেধ কর, বিরত রাখ। আর তোমরা সব সময় ঈমান রাখ এক আল্লাহর প্রতি।” সূরা আলে ইমরান-১১

কুরআনের অন্যত্র বলা হয়েছে, “এমনিভাবে তোমাদেরকে এক মধ্যম মর্যাদা সম্পন্ন উম্মত বানিয়ে দিয়েছি, যেন তোমরা লোকদের জন্য পথ প্রদর্শক হতে পার। সূরা বাকারা-৪৩

আল্লাহ তায়ালা তার নিজের রাসুলের ইজ্জত সন্মানের সঙ্গে সঙ্গে মুমিনদের ইজ্জত ও মর্যাদার কথাও বলেছেন,
“আল্লাহর জন্য ইজ্জত ও সন্মান -তার রাসুলের জন্য এবং মুমিনদের জন্য। “
সূরা মুনাফিকুন-৮

ঈমান এই চেতনা ঈমানদারদের মনে জাগিয়ে দেয় যে, ঈমানদার ব্যক্তির অভিভাবকত্ব স্বয়ং মহান আল্লাহ তায়ালাই গ্রহণ করেছেন। তিনি নিজেই ওয়াদা করেছেন,” তা এই জন্য যে, আল্লাহ তায়ালা অভিভাবক সেই লোকদের, যারা ঈমান এনেছে। “সূরা বাকারা- ২৫৭

সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তা‘আলা ঈমানদারগণকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাদের জন্য জান্নাতে মর্যাদার স্থান নির্বাচন করেছেন। বান্দার মাঝে ঈমানদারগণের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে, তারাই হ’ল সৃষ্টির সেরা’ (বাইয়েনাহ ৯৮/৭)।

তাদের শেষ শুভ পরিণাম সম্পর্কে মহান আল্লাহ বলেন, “‘তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে চিরস্থায়ী বসবাসের বাগিচাসমূহ; যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। যেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও তাঁর উপরে সন্তুষ্ট। এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে” (বাইয়েনাহ ৯৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *