
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন, গাজীপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা আমীর মাওলানা কেফায়েত উল্লাহ খানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।

হাফেজ মোঃ লুবানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিয়মিত আমল পাঠ করেন মোঃ হাসিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা আমীর মাওলানা কেফায়েত উল্লাহ খান। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা বেলাল হোসেন, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব আব্দুল মোতালেব, জনাব আক্তার হোসেন, মাওলানা কামাল হুসাইনসহ প্রমুখ।
আলোচনা শেষে কাউন্সিলরদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী ২০২৪-২০২৭ সেশনের জন্য মাওলানা কেফায়েত উল্লাহকে আমীর ও জনাব আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ইসলামী ঐক্য আন্দোলন গাজীপুর জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন, নায়েবে আমীর ১. আলহাজ্ব কামাল হোসাইন ২. আলহাজ্ব আব্দুল মোতালেব ৩. মাওলানা বেলাল হোসাইন ৪. মাওলানা আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক ১. মাওলানা কামাল হোসেন ২. মাওলানা মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ১. মোঃ ইয়ামিন হোসেন ২. মাওলানা মোঃ শামীম ওসমানী। সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্লাহ, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তালিম ও তারবিয়াত সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক শান্ত, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আহমদ, তথ্য-প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান, অফিস সম্পাদক আলহাজ্ব আফাজ উদ্দিন, সদস্য- মোঃ শামসুল হক, মোঃ মনজুরুল করিম মোঃ জহিরুল ইসলাম, মোঃ নয়ন ইসলাম, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আব্দুল আউয়াল।