বৃহস্পতিবার, অক্টোবর ৯

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও শিক্ষা ব্যবস্থায় পুরনো শক্তির আধিপত্য টিকিয়ে রাখার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ উঠেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া প্রসঙ্গে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে কুক্ষিগত করা সংগঠন ‘জমিয়াতুল মোদারেছিন’ নিজেদের আধিপত্য ধরে রাখতে আসন্ন নিয়োগ পরীক্ষাকে স্থগিত করতে বাধ্য করেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

একই সঙ্গে অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিধিবহির্ভূতভাবে কাজ করছে এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এর ফলে নিয়োগ প্রত্যাশীরা বড় ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যখন নিজস্ব ট্র্যাকে উঠে দাঁড়াতে প্রস্তুত ছিল, ঠিক তখনই আওয়ামী দোসর ও নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত কিছু মহল এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য ইউজিসির কাছে অনুরোধ জানিয়েছিলেন। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের তারিখ ও অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। নতুন করে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় নিয়োগ প্রত্যাশীরা হতাশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *