
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইসলাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী যেসব চুক্তি প্রতিবেশী ও সাম্রাজ্যবাদী শক্তির সাথে ফ্যাসিস্ট সরকারগুলো করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় দপ্তরে সংগঠনের মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় আমীর বলেন, হাসিনাবিরোধী আন্দোলন ছিল জালিম ও স্বৈরশাসনের বিরুদ্ধে; তেমনি ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। শত শত মানুষের শাহাদাতবরণ ও হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণের এই আন্দোলন সফল করতে হলে অবশ্যই সকল গোলামীর জিঞ্জির ছিন্ন করতে হবে।

তিনি আরো বলেন, মানবিক সমাজ ও রাষ্ট্র গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্পও নাই। মানুষের তৈরি সকল কালাকানুনের জিঞ্জির ছিন্ন করে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা সময়ের অন্যতম দাবী। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ঐক্য আন্দোলন জীবনের পথ চলার শুরু থেকেই অদ্যবধি নীতি ও আদর্শের প্রশ্নে অটল ও অবিচল। চলার পথে অনেক জোয়ার-ভাটার মধ্যেও আন্দোলন কখনো লক্ষ্যচ্যুত হয়নি। আল্লাহর রহমতে ইসলামী ঐক্য আন্দোলন ইসলামী বিপ্লবের যে আহ্বান দেশ ও জাতির সামনে উপস্থাপন করছে, সেই আহ্বান ইনশাআল্লাহ আগামীতে আরো বেগবান হবে। সেই লক্ষ্যে আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যেতে হবে।
বৈঠক উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদসহ মজলিসে আমলের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। বৈঠকে আগামী মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সাথে সাথে ২৮ নভেম্বরের মজলিসের শূরার অধিবেশন ও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।
