
|| আন্তর্জাতিক ডেস্ক ||
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। এসব কারণে পাকিস্তানজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। খবর এনডিটিভির।
সাবেক এই প্রধানমন্ত্রীর খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে স্থানীয় প্রশাসন রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে। এতে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
শেষ তথ্যমতে, পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।
