বৃহস্পতিবার, অক্টোবর ৯

ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থী বহনকারী নতুন চারটি ডাবল ডেকার ভাড়া বাস যুক্ত করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ ও বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। তবে সংযুক্ত সবগুলো বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। চালকরা জানিয়েছে, বাসগুলো ঢাকায় দীর্ঘদিন চলার করার কারণে এমন দশা হয়েছে। তবে ফিটনেস ঠিক আছে।

পরিবহন দপ্তর সূত্রে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ৫৬টি বাসের সঙ্গে নতুন চারটি ডাবল ডেকার বাস যুক্ত হয়ে বর্তমান সংখ্যা ৬০টি। এর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের ৮টি এসি বাসসহ নিজস্ব বাস ২৪টি এবং ভাড়াকৃত ৩৬টি। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৬টি বাস। বাকি নিজস্ব বাসগুলো কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব ডাবল ডেকার বাস আছে একটি এবং সর্বশেষ সংযোজনসহ ভাড়াকৃত ডাবল ডেকারের সংখ্যা ১৩টি। বাকিসবই ভাড়া বাসে যাতায়াত করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, উদ্বোধন হওয়া চারটি বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ। বডির বিভিন্ন জায়গায় ভাঙ্গা, সামনের গ্লাস ও একাধিক জানালায় জোড়া-তালি দেওয়া, দরজায় হাতল ও হুইপার নেই। তাছাড়াও বাসগুলোতে ছোটবড় অনেক ত্রুটি রয়েছে। পাবনা ডিপোর ডিজিএম মনিরুজ্জামান বাবু বলেন, বাসগুলো কোনো সমস্যা হলে ঠিক করার জন্য দুজন লোক সবসময় থাকবে। আপাতত নতুন বাস আসা বন্ধ আছে। নতুন এলে আমরা এগুলো পরিবর্তন করে দিব। আর ত্রুটিপূর্ণ অংশগুলো আমরা দ্রুতই মেরামত করে দিব।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নতুন চারটি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের যানবাহনের সংকট কিছুটা দূর হবে। পরবর্তীতে ডিপোতে নতুন বাস আসলে পুরাতন বাস পাল্টানো হবে। বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি দূর করতে আমরা কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *