বুধবার, নভেম্বর ২৬

ইবিতে আস-সিরাহ আন-নববীয়্যাহ নামে নতুন বিভাগ চালু: সভাপতি হলেন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধিনে যাত্রা শুরু করলো “আস-সিরাহ আন-নববীয়্যাহ” নামে একটি নতুন বিভাগ। এই বিভাগের সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এই অধ্যাপককে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ১৯ নভেম্বর ২০২৫ থেকে আগামী তিন বছরের জন্য নতুন বিভাগটির সভাপতি হিসেবে তাকে ভাইস চ্যান্সেলর নিয়োগদান করেছেন।

ড. শফিকুল ইসলাম, ৬ ফেব্রুয়ারি ১৯৯৬ আল-হাদীস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৭ খ্রি. প্রফেসর পদে উন্নিত হন ও ২০১৮ সালে গ্রেড-১ প্রাপ্ত হন। তিনি বিভিন্ন একাডেমিক ও প্রসাশনিক দায়িত্বের পাশাপাশি আল-হাদীস বিভাগের চেয়্যারম্যান ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেছেন। তার লেখা প্রায় অর্ধশতাধিক আর্টিকেল ও চারটি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি নতুন বিভাগের সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য পূরণে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। বিভাগের উন্নয়নে তিনি সকলের পরামর্শ, সহযোগিতা ও দু‘আ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *