সোমবার, আগস্ট ১১

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||

শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা “১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৫”-এ অংশ নেয় দেশের শীর্ষ ২৫টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী। “এআই ইন মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস” শীর্ষক এবারের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও বাস্তব দক্ষতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা এবং অভিজ্ঞ পেশাজীবীদের পরিচালনায় বিভিন্ন সেমিনার। আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর এম. আবদুল্লাহ আল মামুন, চিফ অ্যাডভাইজার, বিজনেস জিনিয়াস বাংলাদেশ এবং মি. এম. এ. নাহিয়ান, চেয়ারম্যান, বিজনেস জিনিয়াস বাংলাদেশ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবারের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারফরম্যান্স প্রদর্শন করে। বিবিএ বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী-এর নেতৃত্বে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে বিবিএ বিভাগের শিক্ষার্থী আদিতা আলম এক হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। একইভাবে সানজিদা আক্তার বীথি তাঁর “হাউ টু সেল রোবট মার্কেটিং স্ট্র্যাটেজি” উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলীর সর্বোচ্চ ভোট পেয়ে নিজ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।

উল্লেখযোগ্য অংশগ্রহণ ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয় বেস্ট পার্টিসিপ্যান্ট অ্যাওয়ার্ড। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশে অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *