বুধবার, নভেম্বর ১৯

ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী) বিএনপি’র সকল পদ থেকে পদত্যাগ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ইঞ্জি. জনী তার নিজস্ব ভেরিফাইড পেজে জানান, ১৯৯৯ সালে ছাত্রদল দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। এরপর দীর্ঘ দুই দশক তিনি বিএনপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৫ বছর জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং একইসঙ্গে জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু আজকের পরিবর্তিত বাংলাদেশে দেখছি, এই আদর্শ মুখে মুখে থাকলেও অনেকেই অন্তরে ধারণ করেন না।” এ কারণেই নিজের ভবিষ্যৎ ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন।

ইঞ্জি. জনী আরও জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি দীর্ঘদিন ধরে উলিপুরসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার ভাষায়, “সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো—এই কাজই আমি অব্যাহত রাখতে চাই। ভবিষ্যতে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়েও এ কার্যক্রম বিস্তৃত হবে ইনশাআল্লাহ।”

এ সময় এলাকাবাসীর প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ভবিষ্যতে নতুন ধারার ইতিবাচক রাজনৈতিক প্ল্যাটফর্মে সুযোগ পেলে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করতে চান।

শেষে তিনি জানান, “আমি জনগণের জন্য রাজনীতি করেছি, জনগণের উন্নয়নের জন্য যেকোনো সময় কাজ করতে প্রস্তুত থাকবো।”

ইঞ্জি. মো. আবু সাঈদ (জনী) তার বার্তা শেষে এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের জন্য দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *