রবিবার, জানুয়ারি ২৫

ইউআইটিএসের আইন বিভাগে ‘স্প্রিং ২০২৬’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

|| ​নিজস্ব প্রতিবেদক ||

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘স্প্রিং ২০২৬’ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক ও আনন্দঘন উৎসবে পরিণত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছিবগাতুল্লাহ মঈন। প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএসের উপাচার্য ড. মোঃ আবু হাসান ভূঁইয়া নবীনদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং নৈতিকতা ও মেধার সমন্বয়ে নিজেদের প্রকৃত দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।”

​বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে দায়িত্ববোধ ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন নিজের দীর্ঘ অভিজ্ঞতা বিনিময় করে শিক্ষার্থীদের জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রদান করেন। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করেন।

​বিশেষজ্ঞ আলোচনায় ইউআইটিএসের লিগ্যাল অ্যাডভাইজার ও আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সুপ্রিয় কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, “আইন পেশায় সততা ও নৈতিকতার কোনো বিকল্প নেই।” আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সোহেল রানা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

​অ্যালামনাইদের পক্ষে ইউআইটিএস ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন নবীনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ল’ ক্লাবের নেতৃবৃন্দ এবং মুটিং স্টার কাজী জোবায়ের বাপ্পী তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মুটিং ও লিডারশিপে সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

​নবাগতদের পক্ষে ইসরাত জাহান ইয়াতি এই সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন ৫৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাদিম মন্ডল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *