
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজনেস স্টাডিজ বিভাগ।
বিভাগটির সহকারি অধ্যাপক ফারহানা রহমান সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার বন্ধন কখনো ছিন্ন হয় না। শিক্ষা জীবনের এই বিদায় মানে শিক্ষার্থীদের জীবনের আরও একটি উচ্চ ধাপে পদার্পণ করা ও জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া। এই বিশ্ববিদ্যালয় সবসময় প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করবে এবং তাদের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে। প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য বিজনেস স্টাডিজ বিভাগের সকলকে ধন্যবাদ এবং সেইসাথে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক নাদিয়া নওশিন এবং সার্বিক সহায়তায় ছিলেন বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সুমি সরকার।
বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫১তম ব্যাচের শিক্ষর্থীদেরকে কেক কেটে খাওয়ানো হয়। পরে বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
