বুধবার, নভেম্বর ১৯

ইউআইটিএসে চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ বিষয়ে বিশেষ সেমিনার

|| নিজস্ব প্রতিনিধি ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC) চীনা সরকারি বৃত্তি (CGS)–২০২৬ সম্পর্কিত “Instructions for Chinese Government Scholarship (CGS)—2026” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশের চীনা দূতাবাসের মান্যবর অতিথিদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন কালচারাল থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারুফ মোল্লাহ, প্রাক্তন CGS স্কলার ও বিআরসিসি-এর ব্যবস্থাপনা পরিচালক।

ইউআইটিএস-এর পক্ষ থেকে অনুষ্ঠানটি মর্যাদা পায় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভুইঁয়া এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান-এর উপস্থিতিতে। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।

সেমিনারে চীনা সরকারি বৃত্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন কৌশল এবং CGS ২০২৬–এর গুরুত্বপূর্ণ সময়সূচি—এসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইউআইটিএস-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহসহকারে অংশগ্রহণ করেন, যা চীনে উচ্চশিক্ষা গ্রহণে তাদের ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রায় ইউআইটিএস শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষার দৃষ্টান্ত তুলে ধরে।

অনুষ্ঠান শেষে ইউআইটিএস আইকিউএসি মান্যবর অতিথিদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানায়। সেমিনারটি আন্তর্জাতিক বৃত্তি সুযোগ উন্মোচন এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে ইউআইটিএস-এর ধারাবাহিক প্রয়াসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *