শুক্রবার, অক্টোবর ১০

ইউআইটিএসে আন্তর্জাতিক আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “Revisiting Article 51 amid Global Conflicts: Insights from Gaza and Ukraine for Security Council Reform” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

অনুষ্ঠানে আগমনের পর তাঁকে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরে ইউআইটিএস-এর উপাচার্য এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া তাঁর কার্যালয়ে আতিথ্য প্রদান করেন। সেখানে উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে গঠনমূলক একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা মূল বক্তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও একাডেমিক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বিশ্বশান্তি ও স্থিতিশীলতাকে আন্তর্জাতিক সম্পর্কের মূলভিত্তি হিসেবে গুরুত্বারোপ করে বক্তব্য শুরু করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শান্তিপূর্ণ ও বলপ্রয়োগমূলক প্রয়োগ পদ্ধতি, জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদের পরিধি ও অপব্যবহার এবং নিরাপত্তা পরিষদ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তা যেমন ভেটো ক্ষমতার সীমাবদ্ধতা ও সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাবনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

প্রধান অতিথি হিসেবে ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সেমিনারের সম্মানিত মূল বক্তা অধ্যাপক ড. নসরুল্লাহ’র জ্ঞানগর্ভ আলোচনার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় উক্ত গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য আইন অনুষদের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে ইউআইটিএস আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সক্রিয় একাডেমিক গবেষণামূলক আলোচনায় অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে উক্ত সেমিনারের সভাপতি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক আইন ও ভূরাজনীতির এই ধরনের আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ফাইজা ইবনাত। সেমিনারটি সফল করে তোলার জন্য আয়োজক কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন প্রভাষক ফরিয়াল হক বাধন এবং প্রভাষক মো. রাহুল হাসান জয়।

ইউআইটিএস আইন অনুষদ ভবিষ্যতে আবারও অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহকে আমন্ত্রণ জানানোর প্রত্যাশা ব্যক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক আইন বিষয়ে তাঁর প্রজ্ঞা ও দিকনির্দেশনা থেকে আরও সমৃদ্ধ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *