
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় কেন্দ্রীয় কালচারাল কমিটি ও ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতাটি উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন।
ডিন মহোদয় পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রেখে প্রতিযোগিতাটি সফল করার জন্য অংশগ্রহণকারী টিম ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। তিনি বলেন, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ইউআইটিএসের শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক চিন্তা, যুক্তি প্রদর্শন এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা চর্চা করা, যা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী এবং যোগাযোগ দক্ষতা উন্নত করবে। তিনি অংশগ্রহণকারী টিম ও টিমের সদস্যদেরকে শুভকামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট চল্লিশটি টিম বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ১২ টিম অংশ নেয়। প্রথম পর্বে মোট ২০টি ম্যাচ শেষে ২০টি টিম দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় অংশ নিবে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শেষে সেরা দুটি টিমের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস এবং প্রতিযোগিতার বিচারকমণ্ডলী-সহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।