
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ-এর উদ্যোগে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অধিবেশনটি পরিচালনা করেন মাস্টহেড পিআর-এর অ্যাকাউন্ট ডিরেক্টর জনাব মোঃ রাকিব উদ্দীন।
অধিবেশনে জনাব মোঃ রাকিব উদ্দীন পাবলিক রিলেশনস্ (পিআর) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মক্ষেত্রে পিআর-এর সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ এবং কেরিয়ার হিসেবে পিআর-এর সম্ভবনা তুলে ধরেন। সেমিনরের শেষ অংশে তিনি উপস্থিত শিক্ষার্থীদের পাবলিক রিলেশনস্ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন। এই অধিবেশনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বিজনেস স্টাডিজ বিভাগের সকলকে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন। তিনি পাবলিক রিলেশনস্ (পিআর)-এর ইতিহাস বাংলাদেশে বেশিদিনের না হলেও বিশ্বে এর অনেক ইতিহাস রয়েছে বলে উল্লেখ করেন। একটি কোম্পানিকে ব্রান্ড হিসেবে তৈরি করার ক্ষেত্রে পিআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেকোনো কোম্পানিকে সফলতার জন্য জনগণের কাছে পৌছাতে হবে, আর পিআর জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানিকে তাদের কাছে পৌছাতে সাহায্য করে। তিনি সকলকে স্বাগত জানানোর পাশাপাশি সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং এই সেশন থেকে নতুন কিছু শিক্ষার আশাবাদ ব্যাক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হোসেন রিফাত। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ অধিবেশনে যোগদান করেন। সমাপনী বক্তব্যে বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।