শুক্রবার, জানুয়ারি ২৩

ইউআইটিএস বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবের উদ্যোগে ক্লাবের নতুন কমিটির বরণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, দেশ, জাতি ও পরিবার পরিচালনার মতো বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নিতে দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। আর এই দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ক্লাসরুমের বাইরের শিক্ষা অর্জনে কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম অত্যন্ত জরুরি। বিজনেস ক্লাব সেই অভাব পূরণ করে থাকে। তিনি নতুন কমিটিকে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস ক্লাবের সাবেক ও বর্তমান মডারেটর সুমি সরকার ও মোঃ হোসেন মিয়াজী এবং বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট যথাক্রমে স্বাধীনুল ইসলাম আদনান ও আয়েশা আলী মেহেরুন। এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে বিদায়ী সদস্যদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিশেষ আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক মো: সিরাজুম মুনিরকে সম্মাননা প্রদান করা হয়। বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *