সোমবার, জুলাই ২৮

ইউআইটিএস আইন অনুষদের নতুন ডিন রাবি অধ্যাপক ড. মো. রবিউল হোসেন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদের নতুন হিসেবে ডিন যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. মো. রবিউল হোসেন। রাজধানীর স্বনামধন্য এই বেসরসকারী বিশ্ববিদ্যালয়ে প্রথিতযশা অধ্যাপকের যোগদান উপলক্ষে এক সংবধর্না ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রবিবার (৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল মান্নান ভুঁইয়া, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছা: আয়েশা সিদ্দিকা সহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম অংশেই আইন বিভাগের বিভাগীয় প্রধান মোছা: আয়েশা সিদ্দিকা স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে আইন অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. রবিউল হোসেনকে উপস্থিত অতিথিগণ ফুল দিয়ে সংবর্ধনা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ দ্বিতীয়বারের মত অত্র প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আইন বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অতিথিবৃন্দ নবনিযুক্ত ডিনকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তাগণ বলেন, নবনিযুক্ত ডিন মহোদয় ইউআইটিএস আইন অনুষদে যোগদান করে বিশ্ববিদ্যালয়ে নতুন মাত্রা যুক্ত করেছেন। তিনি আইন বিভাগকে তার মেধা, মনন ও অভিজ্ঞতা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে সকল অতিথিবৃন্দ তাদের আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পরের অংশে ১ম ইন্ট্রা ডিপার্টমেন্ট মুটকোর্ট কম্পিটিশনে (২৮-২৯ এপ্রিল) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, চ্যাম্পিয়ন ট্রফি, রানারআপ ট্রফি, মেডেল, বেস্ট মুটার ক্রেস্ট, বেস্ট মেমোরিয়াল ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও শরৎকালীন সেমিস্টার-২০২৪ এ অনুষ্ঠিত মক ট্রায়াল সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বেস্ট এডভোকেট (সিভিল, ক্রিমিনাল) এবং বেস্ট রোলপ্লেয়ার (সিভিল, ক্রিমিনাল) ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবং গত ১৮ এপ্রিল আইন বিভাগ কর্তৃক আয়োজিত পিকনিকে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আইন বিভাগের প্রভাষক রুবানা সাইলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *