
|| নিউজ ডেস্ক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) জুনিয়র ইকোনমিস্টস ফোরাম’র (জেইএফ) উদ্যোগে হাল্ট প্রাইজ ২০২৪-২০২৫ এর গ্র্যান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি সৃজনশীল ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন তরুণদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের স্পন্সর হিসাবে ছিলো সিমলেক্স ভিপিএন।
উক্ত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান তুলে ধরে। প্রাথমিক ভাবে প্রতিযোগীতায় তিনটি ধাপ সম্পন্নর মাধ্যমে নির্বাচিত হয়। কঠোর বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ৬ টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে। গ্রান্ড ফিনালে প্রতিটি দলকে ৪ মিনিট উপস্থাপনা এবং ৪ মিনিট প্রশ্নোত্তর সর্বমোট ৮ মিনিট সময়ের মধ্যে তাদের সাসটেইনেবল বিজনেস স্টার্টআপ আইডিয়াগুলো তুলে ধরে।
প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইকোনমিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গবেষণা পরিচালক ড. মো: গোলজার নবী। হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন: এআইএম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং হারউইল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিস তাহিয়া ইসলাম, ইনফ্লুয়েন্টার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আতিফী খালেদ, সেফহুইল লিমিটেড’র কো-ফাউন্ডার ও পরিচালক জনাব ফয়সাল ইসলাম এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ট্যালেন্ট অ্যাকুইজিশন ও লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিড জনাব সালমান খায়ের।
হাল্ট প্রাইজ হল শিক্ষার্থীদের উদ্যোক্তা এবং সামাজিক উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রতিযোগিতা। প্রতিযোগীতার গ্রান্ড ফিনালে ফাইনালিস্ট ৬ টি দল থেকে চ্যাম্পিয়ন হবার মুকুট অর্জন করে ‘আমার ফুয়েল’ দল, প্রথম রানার-আপ ‘হেলহাউন্ডস’ দল এবং ‘মেডডেক’ দ্বিতীয় রানার-আপ হয়। অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১০,০০০ টাকা, প্রথম রানার-আপ দলকে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপ দলকে ৪,০০০ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ এবং শিল্প বিশেষজ্ঞসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।