বুধবার, জানুয়ারি ২৮

আসছে ‘জ্ঞানী গণি ৩’; বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে

|| বিনোদন প্রতিবেদক ||

পারিবারিক ড্রামা আর কমেডির মিশেলে দর্শকপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ নিয়ে আবারও হাজির হচ্ছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি ৩’ নিয়ে ফিরছে এই সিরিজটি। ইমরান ইমনের পরিচালনায় আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দর্শক নাটকটি বঙ্গ-তে স্ট্রিমিং করতে পারবেন।

বঙ্গ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্যালিকার বিয়ে। বিয়ের উৎসবকে ঘিরে তৈরি হওয়া নানা উদ্ভট পরিস্থিতি এবং তা সামাল দিতে জ্ঞানী গণির চিরাচরিত বুদ্ধিমত্তার প্রয়োগই নাটকের মূল উপজীব্য। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে গণি নিজেই নতুন নতুন সব রহস্যের জালে জড়িয়ে পড়েন। পারিবারিক বন্ধন আর বুদ্ধিমত্তার লড়াইয়ের এই গল্পে শরাফ আহমেদ জীবনের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ আরও অনেকে।

নির্মাতা ইমরান ইমন জানান, ‘জ্ঞানী গণি’ চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবারের সিক্যুয়েলে বিয়ের উৎসবের আমেজে বিভিন্ন সামাজিক অসঙ্গতিগুলোকে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা, আগের কিস্তিগুলোর মতো ‘জ্ঞানী গণি ৩’ দর্শকদের ভরপুর বিনোদন দিতে সক্ষম হবে। শ্যালিকার বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন করা নাকি নতুন বিপদে পড়া—সব রহস্যের উত্তর মিলবে বৃহস্পতিবার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *