
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মধ্যরাত বা আগামীকাল সকালে তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে কাতার এয়ার এ্যাম্বুলেন্স। আজ বেলা ২.৪৫ মিনিট নাগাদ সরাসরি প্রেস ব্রিফিং এ এমনটি জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, দেশ-বিদেশের অভিজ্ঞ চিকিৎসকদের মেডিক্যাল বোর্ডের পরামর্শ ও তাঁর পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
