
|| নিজস্ব প্রতিবেদক ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রয়েছে। সরকারের নির্বাহী আদেশে ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক আজ বন্ধ থাকবে। এছাড়া আজকের দিনটি আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ হিসেবে নির্ধারিত ছিল।
তবে ব্যাংকের বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রমের স্বার্থে প্রয়োজনীয় শাখা বা বিভাগগুলো ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের বিবেচনায় খোলা রাখতে পারবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
