
|| নিউজ ডেস্ক ||
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
এর আগে, রবিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।