
|| নিজস্ব প্রতিবেদক ||
দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গরীব দুঃখী, খেটে খাওয়া মানুষজন বাজারে যেতে পারছে না।
বর্তমান উপদেষ্টা পরিষদকে প্রয়োজনীয় সংস্কার ও আইনশৃঙ্খলা উন্নত করে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে এনে দ্রুত জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। কঠোর হস্তে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। দৃশ্যমান উন্নতি দেখাতে হবে।
আজ সোমবার (২ ডিসেম্বর’২৪) ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র দফতর সম্পাদক হাসনাইন আহমদ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ (একশত) দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোন উন্নয়ন, অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ব্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন দল বা সংগঠন তাদের দাবি-দাওয়া সরকারের কাছে পেশ করার নামে পরিস্থিতির অবনতি হতে পারে বলে প্রতিয়মান হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের বিভিন্ন এজেন্সিকে মাঠে নামাতে আহ্বান জানিয়েছেন আহমদ শফী আশরাফী।