
|| নিজস্ব প্রতিবেদক||
দেশের আইন শৃংখলায় চরম অবনতির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা মোটেও ভালো নয়। একদিকে সরকার মানুষের জান-মাল, ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। অন্যদিকে ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে। আর জুলাই যোদ্ধাদের ঠেলে দিচ্ছে নিরাপত্তাহীনতায়। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ শুরু হয়েছে। তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান বিন হাদী খুন তাঁর জ্বলন্ত প্রমাণ। অবশ্য রাজনৈতিক দলগুলোর অনৈক্যও এর অন্যতম কারণ।

নেতৃবৃন্দ আরো বলেন,ফ্যাসিস্ট তাড়ানোর পর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য বিশেষ করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে তা মোটেও কাম্য ছিল না দেশবাসীর। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনের ভিতর পূর্ণাঙ্গ বিপ্লব অর্থাৎ বিপ্লবী সরকার না হওয়ায় প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের প্রেতাত্মা থাকার কারণেও বর্তমান প্রশাসন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ। অতএব দেশ-জাতির সকল সংকট থেকে উত্তরণের একমাত্র পথ একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব, ইসলামী সংবিধান, ইসলামী হুকুমাত ও ইসলামী সরকার। আল্লাহ রাব্বুল আলামীন দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাদের তথা দেশবাসীকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের মুহতারাম আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ নাছির ও বাইতুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান। আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসে আমলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জনাব এফএম আলী হায়দার, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।
