
|| নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজার জেলার সকল ফাজিল ও কামিল মাদরাসার সাথে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) আড়াইটায় কক্সবাজারের একটি মহিলা কামিল মাদ্রাসার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই জন উপ উপাচার্য আসাতে জেলার ফাজিল ও কামিল মাদরাসার সকলে প্রাণচাঞ্চল্যে ও আনন্দে উদ্বেলিত ছিল।
সভায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হলে পাঠ্যক্রমের উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সারাদেশে শিক্ষকবৃন্দের অনেক বেশি আন্তরিক হতে হবে। শিক্ষার্থী বান্ধব হতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারবে এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মাদরাসার পাঠ্যক্রমে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং জ্ঞানের চর্চা বাড়াতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে আরেক উপ উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, নতুন নতুন জ্ঞানের শাখা হিসেবে নতুন বিষয় পঠন পাঠনে মনোযোগী হতে হবে। নতুন ও আধুনিক বিষয় নিয়ে মাদরাসায় আরো গবেষণা বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষগণ মাদরাসা শিক্ষার উন্নয়ন নিয়ে তাঁদের মতামত প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।