বৃহস্পতিবার, অক্টোবর ৯

আ.লীগের দোসর জুলাই গণহত্যাকারী আবুল হোসেনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

|| মির্জা নাদিম | টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ||

গাজীপুরের টঙ্গীতে জুলাই মাসে সংঘটিত নৃশংস গণহত্যার অন্যতম অভিযুক্ত ও আওয়ামী লীগের দোসর আবুল হোসেনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় টঙ্গী এলাকার আওয়ামী লীগ নেতা আবুল হোসেন (পাসপোর্ট আবুল) প্রকাশ্যে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। অথচ এখনো তিনি আইনের আওতার বাইরে থেকে এলাকায় সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আবুল হোসেন টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও ছাত্রদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তানজিল আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের সময় আবুল হোসেন প্রকাশ্যে নিরীহ ছাত্র ও জনতার ওপর হামলা চালিয়েছিলেন। অথচ এতদিনেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই হত্যাযজ্ঞ পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টঙ্গী পশ্চিম থানা শাখার সাবেক আহ্বায়ক মো. ইসাহাক, টঙ্গী পূর্ব থানা শাখার সাবেক সদস্য সচিব মো. আকাশ খান, পিয়াস ঘোষ , মো. মুক্তার হোসেন ও মো. হাসান মাহমুদ সুলতানি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *