রবিবার, ডিসেম্বর ৭

অবৈধ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : ইউএনও

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে  আইন শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন ও দিনের বেলায় সড়ক দখল করে বাসস্ট্যান্ডে লোড আনলোড করা যাবে না এ বিষয়ে সতর্ক করা হবে। উপজেলার অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সেনাবাহিনীর ওরেন্ট অফিসার ঈমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *