
|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে ভাটা মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি বদলগাছীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ৪০ মিনিট ব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে।
মূলত চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে সরকারি নির্দেশনা আসার পর কাজ হারানোর আশঙ্কায় এবং কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে এ মানববন্ধন করে ইটভাটার শ্রমিক ও মালিক সমিতি।
মানববন্ধনে শ্রমিক রতন বলেন, প্রতিবছর ভাটা শুরুর আগে আমরা মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়ে খরচ করি। তারপর কাজ করে এই টাকা পরিষদ করি। এখন যদি ভাটা না চলে তাহলে আমরা শ্রমিকরা টাকা কিভাবে পরিষদ করব। সরকার ও প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখতে হবে।
ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট, দিয়ে ইটভাটা চালাচ্ছি। ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা যেন কাজ হারিয়ে বেকার হয়ে না থাকে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, গত বছরের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা চালানো যাবে না। তাই যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের আগুন দিতে নিষেধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হোসেন, বদলগাছী ভাটা মালিক সমিতির যুগ্ন আহবায়ক চঞ্চল হোসেন, যুগ্ন আহবায়ক খান শাহাদাত হোসেনসহ মালিক সমিতির সদস্যবৃন্দ ও শত শত শ্রমিকরা। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
