
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার ফুলতলায় অজ্ঞাত ফুটফুটে নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, রবিবার (২৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ফুলতলা উপজেলা পরিষদ গেটের সামনে মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে অজ্ঞাত নবজাতকের কান্না শুনে পার্শ্ববর্তী সোনিয়া (৩২) নামে এক গৃহবধু এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য থানা পুলিশসহ উৎসুক জনতা ভিড় জমায়। তাকে দত্তক নেওয়ার জন্য নিঃসন্তান দম্পতি ও শিশু প্রেমিকদের প্রতিযোগিতা শুরু হয়েছে।
খবর পেয়ে এই প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন এলাকাবাসি তাকে ফুলতলা হাসপাতালে নিয়ে গেছে। পরীক্ষা নিরিক্ষা শেষে নবজাতক শিশুটি পূর্ণ সুস্থ্য রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। খবরটি চাউর হয়ে পড়লে হাসপাতালে উৎসক এলাকাবাসি ভিড় জমায়। এদের মধ্যে নিঃসন্তান দম্পত্তিরা ফুটফুটে নবজাতক কন্যাটিকে দত্তক নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেন।
ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, থানা পুলিশ ও সাংবাদিকদের কাছে অনেকেই দারস্থ হন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেন, বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটি সেভ হোমে শিশুটিকে প্রেরণ করা হবে। সেইভ হোম কর্তৃপক্ষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ব্যাক্তিদের বিষয় খোজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করবে।