মঙ্গলবার, ডিসেম্বর ৩০

“Debate for Democracy”-এর ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়

|| নিজস্ব প্রতিবেদক ||

১৮ অক্টোবর ২০২৫, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC)-এ ATN বাংলার আয়োজিত “Debate for Democracy”-এর “ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, এবং বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

গৌরবের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উক্ত প্রতিযোগিতায় বিজয় অর্জন করে।

বিতর্কের বিষয় ছিল— “জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *