টেকটনিক প্লেট স্থিতিশীল না হওয়া পর্যন্ত থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন হতে পারে
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||আজ ২২ নভেম্বর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে আবারও ৩.৭ রেকটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।এতে বুঝা যাচ্ছে, টেকটনিক প্লেট স্থিতিশীল নাহওয়া পর্যন্ত থেমে থেমে বিভিন্ন স্থানে ভূমিকম্প হতে পারে। এমনি ধারণা করছেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। তার প্রমাণও মিলছে ২১ তারিখ নরসিংদীর মাধবদীতে বড় ধরণের কাঁপুনির পর, ২২ নভেম্বর গাজীপুর বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন কম্পন থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। এর প্রধাণ কারণ হলো টেকটনিক প্লেটের অবস্থান।পৃথিবীর ভেতরের তাপমাত্রা ও ম্যাগমার নড়াচড়ার কারণে টেকনিক প্লেটগুলোও নড়াচড়া করে। এই নড়াচড়াই মূলত অস্থিশীলতা তৈরি করে।সে সময় প্লেটগুলো একে অন্যের সাথে ধাক্কা খায়, এবং এই ধাক্কার কারণে একে অপর থেকে আলাদা হতে চায়। এতে টেকনিক প্লেটের নিচে শক্তি জমত...










