ভৈরব নদে ভাসমান মরদেহের পরিচয় মিলল, নিহতের নামে আছে ১৪ মামলা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম রাজীব হোসেন, যিনি ঘাউড়া রাজীব নামেও পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল)-এর সক্রিয় ক্যাডার ছিলেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে রাজীবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদে দুটি লাইটার ভেসেলের মাঝখান থেকে তার ফুলে ওঠা ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।খুলনা নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, রাজীব গত ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ...










