ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৪)
|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের চেষ্টাছাত্রজনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকার ষড়যন্ত্র কাজ করছে বলে শেখ হাসিনা যে দাবি করেছেন, তা যে মিথ্যার বেসাতি তার প্রমাণ, ছাত্রদের আন্দোলনের শুরুতে কোনো রাজনৈতিক ইস্যু ছিল না বা তারা সরকার পতনের ডাক দেয়নি। শেখ হাসিনাই চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের মতো একটি ছোট্ট দাবিকে দমাতে গিয়ে একের পর এক ভুল করে নিজের পতন ঘটিয়েছেন। মওলানা রূমী (র) বলেছেন, আসমানের ফয়সালা যখন এসে যায়, তখন চোখ থাকতে অন্ধ, জ্ঞানী বুদ্ধিমানও আহম্মক হয়ে যায়। এ বারের আন্দোলনের গতিপ্রকৃতি পর্যালোচনা করলে বুঝা যাবে, জনগণের উপর জুলুম নির্যাতন, রাষ্ট্রীয় অর্থচুরি, বিশেষ করে আয়নাঘরের পাপের বোঝাই আসমানী অভিশাপ হয়ে নেমে এসেছে।আওয়ামী লীগ ক্ষমতায় এসে কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিল। সরকারী চাকরির ৩০% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ৫% উপজাত...






