আমাকে উপদেষ্টা করা সময়ের দাবি: ফারুকী
|| বিনোদন ডেস্ক ||জুলাই বিপ্লবে বড় একটি ভূমিকা রয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। সরব ছিলেন সামাজিক মাধ্যমে। এতে আওয়ামী লীগের অনেকেই ক্ষুব্ধ তার ওপর। এমনটাই মনে করছেন এ নির্মাতা। এবার তাদের নিয়ে সরব হলেন সোশ্যাল হ্যান্ডেলে।গতকাল ৩ অক্টোবর নিজের ফেসবুকে ফারুকী একটি পোস্ট দিয়েছেন। শুরুতেই মজার ছলে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি!’’এরপর লিখেছেন, ‘ওদের বুদ্ধি যদিও খুলবে না, তবুও একটু বলি। ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা...










