রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা
|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রীতিমতো রান উৎসব করলেন। প্রথম ইনিংসে বাংলাদেশকে বিপর্যস্ত করে প্রোটিয়ারা তুলেছে ৬ উইকেটে ৫৭৭ রানের পাহাড়সম সংগ্রহ। ডি-জর্জি ও স্টাবসের পর মুল্ডারের অসাধারণ সেঞ্চুরি ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন মুল্ডার, যিনি ১৫০ বলের মধ্যে এই অর্জন করেন। তার সঙ্গী মুতুসামি অপরাজিত ছিলেন ৭০ রানে।প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের শক্ত অবস্থানে নিয়ে যান টনি ডি জর্জি (১৭৭) ও ট্রিস্টান স্টাবস (১০৬)। দুজনই প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। ডি জর্জি আউট হন ১৭৭ রানে, আর তার অসাধারণ ইনিংসের ভিত্তিতে মোট ১৪৪ ওভার স্থায়ী হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশি উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের ক্যাচ মিসের সুযোগে ডি জর্জি নিজের ইনিংস বড় করতে থ...










