“স্বার্থ”_কবিতা
|| মো. নুরুল হুদা ||স্বার্থ তুমি বড় নিষ্ঠুরবিভাজনে সাপে বর,সম্প্রীতিতে ফাটল ধরাওমহূর্তে পাল্টাও তোমার স্বর।অর্জনে সবার মিলন ঘটাওবণ্টনে কর তাদের পর,তোর সুরে মিলন যাদেরসবাই তারা স্বার্থপর।স্বামী-স্ত্রীর অচেনায় প্রীতসম্পর্কে কষে না দর,তোমার কারণে সবই বিনাশহারিয়ে যায় কল্যাণকর।দেশে দেশে যুদ্ধ বাধাওথাকে তোমার স্বার্থে ভর,বিধাতার বিচার বড়ই কঠিনরূপ ধারণে প্রলয়ংকর!স্বার্থ তোমার মহামায়াভীতুকে বানাও মহাবীর,সুবিধা হাসিলে সেই আবারকরে নেয় নত শির।দুনিয়ার ছলাকলায়আপন হয়ে যায় দূর,স্বার্থের কারণে আপনারে করেঘৃণিত এক নিষ্ঠুর!লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ২০ জানুয়ারি, ২০২৫।...










