সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত খেলায় ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্য...










