বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়ক আটকে দিয় তিতুমীরের শিক্ষার্থীরা
|| নিউজ ডেস্ক ||সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে বাঁশ দিয়ে গুলশান-মহাখালী সড়ক আটকে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এই রাস্তা অবরোধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে এই সড়ক দিয়ে যান চলাচল।সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের ওপর বাঁশ ফেলে শিক্ষার্থীরা যানচলাচল বন্ধ করে দেন। শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের সড়ক অবরোধে এই এলাকা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পায়ে হেঁটে পুরো এলাকা পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।সরেজমিনে দেখা গেছে, তিতুমীর কলেজের মূল ফটকের সামনেই ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন ছয় শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এসময় তিতুমীর বিশ্বিবদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখ...










