নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটমুক্ত রাখার দাবি
|| নিউজ ডেস্ক ||নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হলেও নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বেটার লাইফ (মানসম্মত জীবন) পাচ্ছেন না তারা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন।দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয়ের নেতৃত্ব পোশাকখাত দিচ্ছে জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, আমরা পোশাকখাতের শ্রমিকদের বেটার লাইফ উপহার দিতে ১০ শতাংশ বেতন বাড়িয়েছি। কিন্তু এতে তাদের জীবনমান উন্নয়ন হবে না, বা হচ্ছে না। তাদের বেটার লাইফ দিতে হলে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে।তিনি বলেন, আমরা যদি এসব পণ্য ভ্যাটের বাইরে না রাখতে পারি তাহলে তারা কারখানায় কোয়ালিটি সময় দিতে পারবে না। সরাসরি উৎপাদনে এর প্রভাব পড়বে। আমরা উৎপাদনে পিছিয়ে পড়বো, বাধাগ্রস্ত হবে রপ্তানি খাত।সরকা...










