কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস আজ
৬ ডিসেম্বরের সেই বিজয়ের দিনে স্মরণ বীর মুক্তিযোদ্ধাদের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আজ ৬ ডিসেম্বর। কুড়িগ্রামবাসীর স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন—হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর কবল থেকে মুক্ত হয় কুড়িগ্রাম। পুরো দেশ তখনও চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়, এর মধ্যেই উত্তরের এই জনপদে উড়েছিল স্বাধীন বাংলার পতাকা।দলিল-দস্তাবেজে জানা যায়, ওইদিন বিকেল ৪টার দিকে কে–ওয়ান এফএফ কোম্পানির কমান্ডার বীর প্রতীক আব্দুল হাই সরকারের নেতৃত্বে ৩৩৫ জন মুক্তিযোদ্ধা প্রথম কুড়িগ্রাম শহরে প্রবেশ করেন। শহরে ঢুকে তারা নতুন শহর এলাকায় ওভারহেড পানির ট্যাংকের ওপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলে চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের বার্তা। দীর্ঘ ২৩০ দিনের দখলদার পাকিস্তানি বাহিনীর অবরোধ ভেঙে আশার আলো দেখতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে পুরো শহর।ইত...










