ব্যাংক এশিয়ায় অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি: যোগ্যতা স্নাতক পাশ
|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘রিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলস’ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এক নজরে নিয়োগ তথ্যাদিবিষয়বিস্তারিত তথ্যপ্রতিষ্ঠানের নামব্যাংক এশিয়া পিএলসিবিভাগের নামরিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলসপদের নামঅ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)পদসংখ্যানির্ধারিত নয় (একাধিক)শিক্ষাগত যোগ্যতাস্নাতক বা সমমানের ডিগ্রি (যেকোনো বিষয়)কাজের অভিজ্ঞতাপ্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)বয়সসীমাসর্বোচ্চ ৩২ বছরপ্রার্থীর ধরননারী ও পুরুষ উভয়ই যোগ্যচাকরির ধরনচুক্তিভিত্তিকবেতন ও সুযোগআলোচনা সাপেক্ষে এবং ব্যাংকের বিধি মোতাবেককর্মস্থলঢাকা ও চট্টগ্রামআবেদনের শেষ সময়১৫ জানুয়ারি...










