ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসির।ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রথমে ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে নজিরবিহীন আক্রমণ করে। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৭ দিনের যুদ্ধবিরতি ছাড়া প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেনান এই হতাহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলেই মনে করেন।গাজার ডাক্তাররা বলছেন, মৃত্যুর সংখ্যা এর চেয়েও আরও বেশি হতে পারে। কা...